সম্প্রতি স্মার্টফোনের ক্রোম ব্রাউজারে একটি বড় আপডেট নিয়ে এসেছে গুগল। নতুন আপডেট ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করবে। নতুন ফিচার ও শর্টকাট ব্যবহার করে এখন ব্রাউজার আরও সুবিধাজনক এবং আকর্ষণীয় হয়েছে।
নতুন ডিজাইন:
ফেভিকন ক্যারোসেল, ডিসকভার ফিড ও অন্যান্য কার্ডগুলো এখন ব্রাউজারের নিচে স্থানান্তরিত করা হয়েছে। ফলে একহাতেই ব্যবহারকারীরা সহজে পছন্দের কনটেন্টে পৌঁছাতে পারবেন। নতুন আইকনগুলোও আরও পরিষ্কার ও চিত্তাকর্ষক, যা ক্রোমের ইন্টারফেসে নতুন মাত্রা যোগ করেছে।
ইনকগনিটো মোড সহজে এক ট্যাপে:
আগে ইনকগনিটো মোডে যেতে তিন ডট মেনু খোলা লাগত। নতুন আপডেটে মাত্র এক ট্যাপেই ব্যক্তিগত ব্রাউজিং মোডে প্রবেশ করা যাবে।
এআই মোডের সুবিধা:
ক্রোমে যুক্ত হয়েছে বিশেষ এআই শর্টকাট। এক ক্লিকে ব্যবহারকারী চলে যেতে পারবেন ‘google.com/ai’ পেজে, যেখানে গুগলের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্রাউজিংকে আরও স্মার্ট করবে।
সরাসরি সহায়তা সার্চ ও ব্রাউজিংয়ে:
নতুন ফিচারের মাধ্যমে সার্চ ও সাধারণ ব্রাউজিংয়ের সময়ই সরাসরি এআই টুল ব্যবহার করা যাবে। এটি অনুসন্ধান প্রক্রিয়াকে দ্রুত করবে এবং সময়ও সাশ্রয় করবে।
গুগল জানিয়েছে, নতুন ফিচারগুলো ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।
প্রযুক্তিবিশ্বের বিশেষজ্ঞরা মনে করছেন, এটি স্মার্টফোনে ব্রাউজিং অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা করবে।