ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন সতর্কতা ও শনাক্তকরণ টুল চালু করছে মেটা। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এ ফিচার ব্যবহারকারীদের সম্ভাব্য স্ক্যাম বা ভুয়া যোগাযোগ সম্পর্কে সতর্ক করবে।
মেটার তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই মিয়ানমার ও লাওসসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া ২১ হাজারেরও বেশি ভুয়া ফেসবুক পেজ সরানো হয়েছে, যা গ্রাহকসেবার ছদ্মবেশে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করত। নতুন আপডেটে, হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সতর্কবার্তা দেখা যাবে, যাতে বলা হবে-‘শুধু বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন।’ কারণ, প্রতারকরা এভাবে ব্যাংক তথ্যসহ সংবেদনশীল ডেটা চুরি করে।
অন্যদিকে, মেসেঞ্জারে এআই-ভিত্তিক প্রতারণা শনাক্তকরণ টুল পরীক্ষাধীন রয়েছে। সন্দেহজনক বার্তা পেলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে তা বিশ্লেষণের জন্য মেটাকে পাঠাতে পারবেন। মেটা জানিয়েছে, শিগগিরই ফিচারগুলো বিশ্বব্যাপী চালু হবে।
বিডি প্রতিদিন/এমআই