ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে আপনি কফির কাপে চুমুক দিচ্ছেন, আর আপনার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী আপনার হয়ে অনলাইনে রোজকার বাজার করছে! হ্যাঁ, আপনি কিছুই বললেন না কিন্তু আপনার এআই জানে আপনি কোন দুধ খেতে চান, কোথা থেকে টিকিট কিনবেন, আর মাসের কোন বিলটা আজ পরিশোধের দিন।
এটা ভবিষ্যতের গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ভবিষ্যৎ শুরু হচ্ছে এখনই, সংযুক্ত আরব আমিরাতে।
দুবাইতে ভিসা আর মাস্টারকার্ড চালু করছে নতুন যুগের কেনাকাটার এই সেবা। নাম দেয়া হয়েছে, এজেন্টিক কমার্স। এখানে, আপনার এআই হবে আপনার কেনাকাটার বিশ্বস্ত এজেন্ট। যে আপনার হয়ে বিভিন্ন তথ্য সার্চ করবে, দাম তুলনা করবে, সিদ্ধান্ত নেবে, আর আপনার অনুমোদিত সীমার মধ্যে পেমেন্টও করে ফেলবে।
মানে, আপনি শুধু বলবেন, বালিতে একটা ফ্লাইট বুক করো আর সাথে একটা সুন্দর সুইমস্যুট খুঁজে দাও। আপনার এআই কয়েক সেকেন্ডেই দাম দেখে, পছন্দ মিলিয়ে, টিকিট আর পোশাক দুইটাই কিনে ফেলবে!
মাস্টারকার্ডের এজেন্ট পে আর ভিসার ইন্টেলিজেন্ট কমার্স এই দুটি সিস্টেম একসাথে তৈরি হচ্ছে মাইক্রোসফট, ওপেনএআই, স্ট্রাইপের মতো টেক জায়ান্টদের সহযোগিতায়।
মাস্টারকার্ড বলছে, তাদের নতুন এজেন্ট পে মার্চেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে প্রতিটি এআই এজেন্টকে আলাদা টোকেনে নিবন্ধন করা হবে। যাতে তারা নিরাপদে লেনদেন করতে পারে, কোনোভাবেই আসল কার্ড ডিটেইলস প্রকাশ না করে।
অন্যদিকে, ভিসার ট্রাস্টেড এজেন্ট প্রোটোকল নিশ্চিত করবে যে কোনো এআই কেনাকাটা করার আগে তার পরিচয় যাচাই করা হয়েছে কিনা। ঠিক যেন দোকানে ঢোকার আগে নিরাপত্তার চেকপোস্ট পেরোনো।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল