নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের তিনটি জনপ্রিয় গান নতুন আঙ্গিকে প্রকাশ হলো তারকাশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের ‘ও রসিক তালতো ভাই’ অ্যালবামে। অনুষ্ঠানে হাশেম মিউজিকের পক্ষ থেকে ধানমন্ডি ক্লাব সভাপতি হাবিব উল্যাহ বাবুল, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সানজিদা সুলতানা।