ঢাকার মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে অর্ধগলিত অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান।
নিহত নারীর নাম মারজিয়া সুলতানা (১৪)। এ ঘটনায় তার স্বামী জয় মিয়া আগেই মারা গিয়েছিলেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে নিখোঁজ পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজি করছিলেন। ভবন থেকে দুর্গন্ধ বের হলে নিহতের বাবা সুলতান মিয়া সেখানে যান। তৃতীয় তলায় কাপড়ের নিচে চাপা পড়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তিনি মরদেহটি দেখে দাবি করেন, এটি তার নিখোঁজ মেয়ে মারজিয়া সুলতানার।’
মারজিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে। তিনি রাজধানীর ওই ভবনে স্বামী জয় মিয়াসহ ভাড়া থাকতেন এবং গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করতেন।
এএসআই মিজানুর রহমান আরও বলেন, ‘মরদেহটি অর্ধগলিত হওয়ায় মুখ দেখে শনাক্ত করা সম্ভব নয়। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, রূপনগরের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক