রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাঁতার কাটতে গিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষকে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন।
রবিবার বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। কারও দোষ পেলে শাস্তি দেওয়া হবে। আমরা কাজ করছি। আমাদের সময় দাও।’
ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। এতে উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক এবং তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটিকে সার্বিক পর্যবেক্ষণ সম্পন্ন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলা অবস্থায় সুইমিংপুল বন্ধ রাখার হবে।
এরআগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসেন নামের এক ছাত্রীর মৃত্যু হয়। তিনি সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি কুষ্টিয়ায়। ছাত্র সংসদ নির্বাচনে মন্নুজান হল সংসদ থেকে ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাত ৯টার দিকে বিক্ষোভ নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। রাত ১১ টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। পরে উপাচার্যের আশ্বাস আন্দোলন স্থগিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় এ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেডিকেল সেন্টারে সুচিকিৎসার নেই। সুইমিংপুলে অব্যবস্থাপনা। যার জন্য তারা এক শিক্ষার্থীকে হারিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে।
বিডি-প্রতিদিন/আশফাক