পাকিস্তানে আফগান সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে পাক সেনাবাহিনী। তাদের দাবি, নিহতদের সবাই ভারত সমর্থিত সন্ত্রাসী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পাকিস্তানের আইএসপিআর জানায়, ২৪ ও ২৫ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এবং কুররম জেলার ঘাকি এলাকায় আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুইটি বড় সন্ত্রাসী দল। বাহিনী আগেই তাদের গতিবিধি শনাক্ত করে এবং নিখুঁতভাবে পাল্টা অভিযান চালায়।
স্পিনওয়ামে অভিযানে ১৫ জন জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে চারজন ছিল আত্মঘাতী হামলাকারী। আরেকটি অভিযানে কুররম জেলার ঘাকি এলাকায় ১০ জন অনুপ্রবেশকারীকে হত্যা করা হয়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, তুরস্কে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনার মধ্যেই এই অভিযান চালানো হয়। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্যও প্রাণ হারান বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র: জিও নিউজ
বিডি-প্রতিদিন/আশফাক