বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ও ঠিকাদারী দর বিজ্ঞপ্তি এবং টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় শহরের সাতামাথায় বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও জেলা হরিজন শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যৌথ কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ পেস্তা, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিপক রাম, সজল কুমার নিপু, নয়ন হরিজন, আব্দুর রউফ, নিরোদ হরিজন, টুটুল, শাফীদুল হক আখের, সোহরাব হোসেন সৌরভ, সুধির হরিজন ও জাফরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ঠিকাদারী দর বিজ্ঞপ্তি বাতিল এবং টেন্ডার স্থগিত করার দাবি জানান। এছাড়া তারা জানান, একই দাবিতে আগামী ২৭ অক্টোবর পৌর অফিস চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর একই স্থানে সাধারণ সভা আয়োজনের কথাও জানান তারা।
মানববন্ধনে বগুড়া পৌরসভার সকল চুক্তিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণের দাবিও জানানো হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ