কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ডাকাতি চেষ্টার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকালুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহন হোসেন বক্কর(২৫), একই উপজেলা সামবক্সি এলাকার আবু মিয়ার ছেলে সাগর(৪০) ও মেহেদী হাসান ফাহিম(২০)।
পুলিশ জানায়, কালিকালুর গ্রামের মহিন মিয়ার বাড়িতে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় ডাকাতি করতে যায় ছয় সদস্যের একটি দল। ডাকাতির সময় তারা আশেপাশের সব বাসায় তালা দিয়ে দেয়। তবে ব্যাংকের তালা ভাঙতে না পেরে তারা ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করে। তবে চুরির শব্দে বাড়ির মানুষ এসে তাদের বাধা দেয়।
এতে ডাকাতরা বাড়ির সদস্যের মারধর করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারের আশেপাশের মানুষ এসে তিন জনকে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাতির সময় পালিয়ে যাওয়া আরও তিন আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/কামাল