কুতুবদিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বাপ্পী (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাপ্পী একই উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতির বাপের পাড়া এলাকার কাইউম হুদার ছেলে।
এদিকে, হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে আক্তার হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ায় পাইলটকাটা খালে মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে দু'পক্ষের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একমাস আগে মোহাম্মদ বাপ্পি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় অভিযোগ করেন। এ ঘটনার ইস্যু নিয়ে রবিবার সকালে বাড়ী থেকে এক যুবকের মাধ্যমে ডেকে এনে ছুরিকাঘাত করে। পরে, স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ বাপ্পীকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বাপ্পীর মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আক্তার হোসেনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম