নীতি আদর্শ ছাড়া, শুধু দেশ, দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রবিবার বরিশালের বাকেরগঞ্জ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে। অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।’
ইসলামী আন্দোলনের বাকেরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন রোকন ডাকুয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন। সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক