চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর পূর্ব রাউজান চৌধুরীপাড়ার আবদুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে। এর আগে গত ৭ অক্টোবর একই উপজেলার পাহাড়তলী এলাকায় আবদুল হাকিম নামের এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।