রাজধানীর বংশাল আগামাসি লেনের একটি বাসার চতুর্থ তলায় ডেকে নিয়ে মো. সজিব (১৯) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা ৯৯৯-এ সংবাদ পেয়ে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৯৩/১ আগামাসি লেনের একটি বাসার চতুর্থ তলার গেটের সামনে সিঁড়িতে গলায় জিআই তার প্যাঁচানো উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার (সজিব) মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই ভবনের চারতলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানা গেছে। এ ছাড়া বাসার পুরোটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সজিবকে বিকেলে ফোন করে ওই বাসার একটি মেয়ে ডেকে নিয়ে যায় তাদের বাসায়। মেয়ের স্বজনরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই মেয়ের সঙ্গে কয়েক বছর যাবৎ সজিবের সম্পর্ক ছিল। যা তাদের উভয় পরিবারের কেউ পছন্দ করত না।
সজিব একই এলাকার বংশাল ১৭ আগামাসি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। বর্তমানে বেকার ছিল।
বিডি প্রতিদিন/কেএইচটি