গাইবান্ধা, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঝালকাঠি ও ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে প্রাণ গেছে ১১ জনের। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের বাজুনিয়াপাড়া এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার বড় বাজুনিয়াপাড়া (সরকারবাড়ি) এলাকার পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা সবেদ আলী (৫০)। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের তাড়াশে গতকাল বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নায়েব প্রামাণিক (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের রব্বান প্রামাণিকের ছেলে। অন্যদিক সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।
নওগাঁ : ধামইরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন-ভটভটি চালক আড়ানগর বাসিন্দাপাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০)। লালমনিরহাট : আদিতমারী উপজেলায় গতকাল অটোরিকশা উল্টে খাদে পড়ে প্রাণ গেছে দুজনের। তারা হলেন- বকুল মিয়া (৬০) ও আতিকুল ইসলাম আতিক (৩৫)।
ঝালকাঠি : রাজাপুরে গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (পদ স্থগিত) নিহত হয়েছেন। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫) নিহত হয়েছেন।