দীর্ঘদিনের অনিশ্চয়তা ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে ‘রেড ডেভিলস’।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ২৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন। এটি ছিল তার ইউনাইটেডের জার্সিতে প্রথম লিগ গোল। এর দশ মিনিট পর ভাগ্য সহায় হয় কাসেমিরোর ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়, ব্যবধান দ্বিগুণ করে ফেলে ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে আরও গতি বাড়ায় হুবেন অ্যামুরির শিষ্যরা। ৬১তম মিনিটে ব্রায়ান এমবুমোর জোরাল শটে ইউনাইটেড ৩-০ তে এগিয়ে যায়। লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচেও গোল করা এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পেলেন টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা।
তবে এর পর ম্যাচে উত্তেজনা ফেরে। ৭৪তম মিনিটে প্রাক্তন ইউনাইটেড তারকা ড্যানি ওয়েলবেক অসাধারণ এক ফ্রি কিকে ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ে জেমস মিলনারের কর্নারে হেড করে গোল করেন ১৮ বছর বয়সী গ্রিক ফরোয়ার্ড কস্তুলাস, ব্যবধান নেমে আসে ৩-২ এ।
কিন্তু শেষ হাসি হেসেছে ইউনাইটেডই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পাল্টা আক্রমণ থেকে এমবুমোর দ্বিতীয় গোল নিশ্চিত করে দেয় তিন পয়েন্ট। তরুণ ডিফেন্ডার এইডেন হেভেনের থ্রু বল থেকে নিখুঁত ফিনিশিং করেন তিনি।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডি প্রতিদিন/মুসা