চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, নতুন পণ্য বাজারজাতকরণ ও ব্র্যান্ডিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের মালোপাড়া ট্রেনিং সেন্টারে এ কর্মশালা শুরু হয়।
জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা এতে অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পণ্য উন্নয়ন, ব্র্যান্ড ইমেজ তৈরি, বাজার প্রতিযোগিতা মোকাবিলা এবং ডিজিটাল মার্কেটিং–ব্র্যান্ডিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে পারটেক্স স্টার গ্রুপের হেড অব মার্কেটিং সাইদুল আজহার সারওয়ার এবং ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ড. এস. এম. শহীদ বক্তব্য রাখেন।
ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’ প্রকল্পটি আইএফএডি ও ড্যানিডার যৌথ অর্থায়নে এবং পিকেএসএফের সহায়তায় পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/হিমেল