গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশরীডাঙ্গা এলাকার আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আনারুল ইসলামকে গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আনারুলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়।
অভিযুক্ত আনারুল ইসলাম (৪৫) ওই এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরাসহ শতাধিক নানা শ্রেনি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ময়নুল ইসলাম, আরিফ ইসলাম, রাব্বি শেখসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষক আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি প্রশাসন বা থানা পুলিশের কেউ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলেও অভিযোগ তাদের।
বক্তারা আরও বলেন, ভুক্তভোগী আট বছরের শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ না নেওয়া হয়নি। বক্তারা দ্রুত ধর্ষক আনারুলের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
একপর্যায়ে বিক্ষোভকারিরা অভিযুক্ত আনারুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে গত ১৮ অক্টোবর বিকালে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারিরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চারদিন পর বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির মা সাদুল্লাপুর থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম