রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানার ভেতরে অবস্থিত শিশু পার্কের অস্থায়ী বিনোদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত শিশুর নাম ও তার পরিবারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার পর শিশুর বাবা মরদেহ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. ওমর আলী বলেন, ‘নিহত শিশুটি লালমনিরহাট জেলা থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল বলে জানা গেছে। তবে নাম-পরিচয় জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শী ও চিড়িয়াখানা সূত্রের বরাতে জানা গেছে, দুপুর একটার দিকে কয়েকজন শিশু পার্কের মিনি ট্রেনে চড়ছিল। হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে এক শিশু নিচে পড়ে ট্রেনের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই স্বজনরা মরদেহ নিয়ে চলে যান। ফলে শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি।’
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুর মৃত্যুর ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।
বিডি-প্রতিদিন/জামশেদ