সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’ আমিরাত শাখার নতুন কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো এই নতুন কমিটি।
বৃহস্পতিবার আজমান প্রদেশের উম্মুল মুমীনিন উইমেন্স এসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গীতিকবি আজাদ লালনের সভাপতিত্ব প্রকৌশলী আব্দুল কাইয়ূম ও হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, যুক্তরাজ্য থেকে আগত হযরত মাওলানা আব্দুল মোন্তাকিম খলিফায়ে ফুলতলী, কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, দেলোয়ার হোসেন চৌধুরীসহ আরও অনেকে।
অভিষেক পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের গুনী শিল্পীদের গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সামিদা চৌধুরী পপি, জাবেদ আহমদ মাসুম, বৈশাখী ও বঙ্গ শিমুল। অনুষ্ঠানে প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাজন রাজা ও পাগল হাসান এর গানের মাধ্যমে স্মরণ করে তাদের।