স্ট্যামফোর্ড ব্রিজে অঘটনের রাত। নিজেদের মাঠে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ধাক্কা খেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে হতাশার ম্যাচ উপহার দিল লন্ডনের এই ক্লাব। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় চেমসদিনে তালবির নাটকীয় গোলে জয় ছিনিয়ে নেয় অতিথিরা।
ম্যাচের শুরুটা ছিল চেলসির দারুণ। চতুর্থ মিনিটেই আক্রমণ সাজিয়ে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। প্রথমার্ধে বল দখল ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখালেও ২২তম মিনিটে ডিফেন্সের ভুলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড উইলসন ইসিদর।
এরপর থেকে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। উভয় দলই একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কেউ। যখন ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নামা চেমসদিনে তালবি পার্থক্য গড়ে দেন। ব্রায়ান বোবির পাস পেয়ে নিচু শটে গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করেন এই সান্ডারল্যান্ড তারকা।
শেষ বাঁশি বাজতেই স্ট্যামফোর্ড ব্রিজে নেমে আসে হতাশার নীরবতা। এই জয়ে সান্ডারল্যান্ড উঠে গেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে, আর ঘরের মাঠে অপ্রত্যাশিত হারে আট নম্বরে নেমে গেছে চেলসি।
বিডি প্রতিদিন/মুসা