সামাজিক বন্ধন, স্পোর্টসম্যানশিপ ও ঐক্যের বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বড় আন্ত-ক্লাব ক্রীড়া উৎসব ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫’। গুলশান ক্লাব লিমিটেড শনিবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের ঘোষণা দিয়েছে।
দুপুরে গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড কমিটি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, ক্রীড়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ক্লাবের সদস্যরা।
অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান তারেক রহমান জানান, এবারের আয়োজনে দেশের ২২টি শীর্ষ ক্লাবের ২৪টি দল ও ১,২০০-এর বেশি অ্যাথলেট অংশ নেবে ১৮টি খেলায় ৩৪টি ক্যাটাগরিতে।
তিনি বলেন, “২০১৯ সালে গুলশান ক্লাব অলিম্পিয়াড শুরু হয়েছিল সামাজিক ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য গড়ে তোলার উদ্দেশ্যে। এখন এটি ক্রীড়া উৎকর্ষতা ও বন্ধুত্ব উদযাপনের এক ঐতিহ্যে পরিণত হয়েছে।”
গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম. এ. কাদের (অনু) বলেন, গুলশান ক্লাব সর্বদা পরিবারবান্ধব, খেলাধুলা-কেন্দ্রিক ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবন সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেন, “অলিম্পিয়াড তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পেশাগত জীবনের পাশাপাশি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করছে।”
আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (ডায়মন্ড পার্টনার), প্রাইম ব্যাংক পিএলসি (প্লাটিনাম পার্টনার), ব্র্যাক ব্যাংক পিএলসি (গোল্ড পার্টনার), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (সিলভার পার্টনার), টি স্পোর্টস (ব্রডকাস্টিং পার্টনার) এবং দৌড় (জার্সি পার্টনার)।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ইভেন্টটি শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়—বরং ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বিডি প্রতিদিন/আশিক