ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। শনিবার বে ওভালে অনুশীলনের সময় চোট পেয়েছেন ৩০ বছর বয়সি ডানহাতি পেসার।
অতীতেও এমন ইনজুরিতে পড়েছেন এবং স্ট্রেস ফ্র্যাকচারের কারণে পিঠে মেরুদন্ড স্ট্যাবিলাইজেশন সার্জারি বিবেচনায় তাকে এই সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জেমিসনকে আরও সতেজ পাওয়ার আশা নিউজিল্যান্ডের।
দলের কোচ রব ওয়াল্টার বলেন, ‘ট্রেনিংয়ের সময় আজ সে নিজের হাত কিছুটা শক্ত অনুভব করে, যে কারণে তাঁকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমি মনে করি অকল্যান্ডে ৫ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে এটি তার রিকভারির ভালো সুযোগ।’
আপাতত রিকভারির জন্য জেমিসন ফিরে যাবেন ক্রাইস্টচার্চে। কিউই কোচ জানান এই পেসারের বদলি হিসেবে আজকের মধ্যেই ডাকবেন কাউকে। ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ওপেনিং রাউন্ড শেষ হওয়ার কথা আজ। এরপরই জেমসিনের বদলি ক্রিকেটার নেবেন কিউইদের দক্ষিণ আফ্রিকান কোচ।
এর আগে বষ্টিবাধায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে ১-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল ২৬ অক্টোবর, মাউন্ট মঙ্গানুইয়ে। ২৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে হ্যামিল্টন এবং ১ নভেম্বর শেষ ওয়ানডে মাঠে গড়াবে ওয়েলিংটনে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, জ্যাকব ডাফি, মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফুলকস, ম্যাট হেনরি, নাথান স্মিথ।
বিডি প্রতিদিন/নাজিম