বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির প্রত্যাশা আগামী দিনে জ্ঞান নির্ভর রাষ্ট্র গড়া। এক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে শিক্ষার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে নিজেকে সুশিক্ষিত হতে হবে।
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিন্স।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় প্রিন্স বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে নিজেকে সুশিক্ষিত হতে হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, মানবিকতা, ধর্ম, সংস্কৃতি, শিল্প-সাহিত্য সম্পর্কেও জ্ঞান আহরণ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী বিএনপি সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। কারণ শিক্ষিত সমাজ গড়ে তুলতে না পারলে দেশ কখনও প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এজন্য তারেক রহমানের পরিকল্পনা, দক্ষ, যোগ্য শিক্ষাবিদদের সমন্বয়ে একটি নতুন শিক্ষা কমিশন গঠন করা হবে।
প্রিন্স বলেন, এইচএসসি ও এসএসসি পরীক্ষায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। তবে এবার মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে। আওয়ামী আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জিপিএ-৫ সংখ্যা বাড়াতে গণহারে নাম্বার দেয়া হতো। এবার তা হয় নাই বলেই প্রকৃত ফলাফল উঠে এসেছে। এবার যারা পাশ করেছে প্রকৃত অর্থে লেখাপড়া করে পাশ করতে হয়েছে।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকগুলো পরিহার করে ভালো দিক গ্রহণ করতে হবে। নীতি, নৈতিকতা ও জ্ঞানের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত