“সাদা ছড়ির আধুনিকায়ন—দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এরশাদনগর স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম কামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ, মজিবুর রহমান, প্রতিবন্ধী মর্জিনা ও বাবুল প্রমুখ।
আলোচনা সভায় বিপুল সংখ্যক দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল