রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় নিজ দোকান থেকে মনির হোসেন (৬৫) নামে এক চায়ের দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
মনির হোসেনের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব চর কান্দি গ্রামে। তিনি পরিবার নিয়ে দনিয়া সরাইল মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৃতের ছেলে রুবেল জানান, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে যান মনির। কিছুক্ষণ পরেও দোকান বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সাটার খুলে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মনির হোসেন কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন এবং পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
রুবেল আরও বলেন, ‘বাবা রাগি প্রকৃতির ছিলেন। আমাদের কিছু না জানিয়ে হয়তো মানসিক চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
চার ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন মনির হোসেন।
বিডি-প্রতিদিন/আশফাক