বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ হলো আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকের পাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেরিন খান বলেন, সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ, ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। যদি দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে বিএনপি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ. আর. হাওলাদার ঝুটমিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন— মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল