পাঁজরের ইনজুরিতে টি-২০ এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচ খেলেননি লিটন দাস। এমন কি আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজও খেলেননি। টি-২০ অধিনায়ক লিটন এখন শতভাগ সুস্থ। সুস্থ হয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজে। ২৭ অক্টোবর যা শুরু হচ্ছে চট্টগ্রাম বীর শ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি গতকাল ১৫ সদস্যের টি-২০ স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে লিটন ফিরেছেন এবং নেতৃত্ব দেবেন। বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ৪৬ ও ৯১ রানের ইনিংস খেলা সৌম্য সরকার সুযোগ পাননি স্কোয়াডে। অথচ শারজাহতে টি-৩০ সিরিজের স্কোয়াডে ছিলেন বাঁ হাতি ওপেনার সৌম্য। যদিও ভিসা জটিলতায় যেতে পারেননি। সাইফুদ্দিন বাদ পড়ার কারণ, আফগানিস্তানের বিপক্ষে কোনো উইকেট পাননি। এমন ব্যাটিংয়ে এক মাচে ২ বলে ৪ রান করেছিলেন।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।