বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (খুলনা) ও র্যাব-১০ (ঢাকা) এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মো. খবির খানকে (৪৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. খবির খান জানান, আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ থানার ঢেপয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, ‘মামলার এজাহার অনুযায়ী, ৫ নম্বর আসামি কৌশলে ভুক্তভোগী আবুল কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসেন। এরপর খবির খানসহ অন্যান্য আসামিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান।
এতে গুরুতর আহত হন কালাম। পরে স্থানীয়রা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর নিহতের ছেলে সুমন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার খবির খান আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি ছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ