খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও (ট্রেড অপারেটর) লাইসেন্স প্রদানের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেল। এতে বক্তব্য দেন আব্দুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে. এম. মহিউদ্দিন, সানোয়ার হোসেন ও সুদাম কুমার দত্ত প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাইনুল