সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তার সহযোগী এবং আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি। ফলে যে উৎসাহ ও আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তা আশানুরূপ গতি পায়নি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, আগামী দিনের নির্বাচনী ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দেওয়া প্রয়োজন, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে মধ্যম আয়ের পর্যায়ে নিতে হলে এসব সংস্কার অপরিহার্য।
তিনি আরও বলেন, সংস্কারবিরোধী জোট যেটি সৃষ্টি হয়েছিল, সেটি ভাঙতে হলে এ ধরনের পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা জরুরি। সব কিছু বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারবে না- এটা উল্লেখ করে তিনি বলেন, সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার সম্পন্ন হয়েছে, বাকি মেয়াদে কতটুকু করা সম্ভব এবং অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে ইশতেহারে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে।
এর আগে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন।
সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে দেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে- স্কুল-কলেজের ইমারত হয়েছে কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীদের মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়নি। দেশে একটি গোষ্ঠী গড়ে উঠেছিল, যারা দৃশ্যমান প্রকল্প গ্রহণে উৎসাহী ছিল।
তিনি আরও বলেন, সংস্কার প্রণয়ন করা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের এই বিষয়ে আগ্রহী হতে হবে। এখনকার সরকার অন্তর্বর্তীকালীন হলেও সময়টি রূপান্তরকালীন- এই রূপান্তরের পথে আমাদের এগিয়ে যেতে হবে।
সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অতীতের রাজনৈতিক দলগুলো অনেক আশ্বাস দিয়েছিল কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখিনি। তবে পরিবর্তনের আশা আছে- আমাদের ভবিষ্যৎ অতীতের মতো হবে না। গত বছরের জুলাইয়ে আমরা একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি। আজকের আলোচনায় পাওয়া মতামতগুলো ভিত্তি করে আমরা একটি নাগরিক ম্যানিফেস্টো তৈরি করবো।
বিডি প্রতিদিন/আরাফাত