সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। কোন পথে হাঁটছে দল, স্বয়ং কোচ আর্নে স্লটও জানেন না সঠিক উত্তর! প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে পথ হারিয়েছে। ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই হেরেছে দ্য রেডসরা।
জার্মানির ডয়েচ ব্যাঙ্ক পার্কে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাত বাংলাদেশ সময় ১টায় বুন্দেসলিগার জায়ান্ট আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে লিভারপুল। এ ম্যাচে হোঁচট খেলে নতুন এক লজ্জাজনক রেকর্ড গড়বে সাবেক লিগ চ্যাম্পিয়নরা।
৭২ বছর আগে, অর্থাৎ ১৯৫৩ সালে টানা পাঁচ ম্যাচে হেরেছিল লিভারপুল। প্রশ্ন উঠেছে ক্রিস্টাল প্যালেস, গ্যালাতাসারায়, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ধারাবাহিক পরাজয়ের পর, এখন আর্নে স্লটের দল কি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে জয়ের পর গ্যালাতাসারায়ের কাছে হেরে বসে লিভারপুল। প্রিমিয়ার লিগেও শুরুতে দাপট দেখালেও ক্রমান্বয়ে জয় থেকে দুরত্ব বাড়ছে। সর্বশেষ তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেও হারে। ১৯ অক্টোবর সমতার দিকে যাওয়া ম্যাচের ফল বদলে দেন হ্যারি মাগুইর।
বিডি প্রতিদিন/নাজিম