টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে বিরল এক কীর্তির মালিক হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক করে তিনি শুধু পাকিস্তানের তৃতীয় সর্বাধিক বয়সী অভিষেককারীই নন, একইসঙ্গে গড়েছেন এক বিশ্বরেকর্ড। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ইতিহাসে নাম লেখান আসিফ। ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডটি ৯২ বছর পর এসে ভেঙে দিলেন পাকিস্তানের এই অভিজ্ঞ স্পিনার।
আসিফের রেকর্ড গড়া উইকেটটি ছিল সাইমন হার্মার, তাকে এলবিডব্লিউ করে ইতিহাসে নিজের নাম লেখান তিনি।
অভিষেকে দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে ম্যারিয়টেরই, তিনি ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন। যদিও এরপর আর কোনো টেস্ট খেলেননি।
বিডি প্রতিদিন/মুসা