রাজশাহীর পবার বাগসারায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনার রহস্য ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাগসারা গ্রামের মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালীর ফারুক হোসেন (৩০) ও একই এলাকার হেলাল উদ্দিন (২৩)। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধান খেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদ্ঘাটন হয়। পুলিশ জানায়, জবানবন্দিতে তারা মিয়া বলেন বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। ৫ হাজার টাকায় চুক্তি হলেও পরিশোধ না করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে লাশ ধানের জমিতে ফেলে রাখা হয়। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শারিফুর রায়হান তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আসামিদের শনাক্ত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১২টার দিকে নগরীর সোনাদীঘি মোড় থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এরপর ধারাবাহিক অভিযানে পবা থানার মহানন্দাখালী থেকে ফারুক হোসেন এবং পিল্লাপাড়া থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে তারা মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার এবং অপর দুই সহযোগীর জড়িত থাকার কথাও উল্লেখ করেন।