দীপাবলির উৎসব উপলক্ষে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী পুরোনো দিল্লির ঐতিহাসিক ঘাঁটেওয়ালা মিষ্টির দোকান পরিদর্শন করেন। সেখানে তিনি নিজে ইমারতি ও বেসনের লাড্ডু তৈরির চেষ্টা করেন, যা এক মজার এবং হৃদয়স্পর্শী অভিজ্ঞতা ছিল বলে জানান মিষ্টি দোকানের মালিক সুশান্ত জৈন। তিনি রাহুল গান্ধীকে দেশের সবচেয়ে যোগ্য অবিবাহিত আখ্যা দিয়ে বলেন, ‘সমগ্র ভারতই তার জন্য বিয়ের অপেক্ষায় আছে। আমি তাকে বলেছি, ‘দয়া করে শিগগির বিয়ে করুন, আমরা আপনার বিয়ের মিষ্টির অর্ডারের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও জানান, রাহুল গান্ধী তার বাড়ি, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের জন্য মিষ্টি কিনতে এসেছিলেন এবং তিনি নিজেই মিষ্টি তৈরি করতে আগ্রহী ছিলেন। সুশান্ত জৈন বলেন, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ইমারতি খুব পছন্দ করতেন, তাই আমি তাকে ইমারতি তৈরির পরামর্শ দিলাম। এরপর তিনি ইমারতি এবং বেসনের লাড্ডু তৈরি করেন। আর এই মুহূর্তটি মিষ্টি দোকানে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় এই অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের স্বাদ আজও অপরিবর্তিত, বিশুদ্ধ এবং হৃদয়স্পর্শী। দীপাবলির আসল মিষ্টতা শুধু থালায় নয়, সম্পর্ক এবং সমাজেও নিহিত। ভারতে দীপাবলি পাঁচ দিন ধরে পালিত হয়।
ঘাঁটেওয়ালা মিষ্টির দোকানে রাহুল গান্ধীর এই মিষ্টি তৈরির চেষ্টা এবং মিষ্টির দোকানের মালিকের বিয়ের জন্য অপেক্ষার মজার আহ্বান দীপাবলির উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এটি শুধু মিষ্টির স্বাদ নয়, বরং ঐতিহ্য, সম্পর্ক এবং উৎসবের আনন্দকেও সামনে এনেছে।