শাকিব খানকে কাছে পেয়ে উচ্ছ্বাস যেন গড়িয়ে পড়ছে সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশীর। তিনি শুটিং শুরু করেছেন ‘সোলজার’ সিনেমায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইতোমধ্যে পাঁচ দিন শুটিং সম্পন্ন হয়েছে তার। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ঐশী বলেন, ‘শাকিব খানকে প্রথম দেখেছিলাম কয়েক বছর আগে। কিন্তু তার সঙ্গে আমার সামনাসামনি প্রথম দেখা হয়েছে এফডিসিতে আমাদের শুটিংয়ের সময়। তার সঙ্গে কাজ করে ক্যারিয়ারে নতুন কিছু অভিজ্ঞতা জমা হয়েছে।’ তিনি বলেন, ‘আসলেই শাকিব খান অনেক বড় তারকা। টানা ২৫ বছর ধরে তিনি ঢালিউডে রাজত্ব করছেন। এমন একজন তারকার সঙ্গে অভিনয় করতে পারা বড় ব্যাপার। ভীষণ ভালো লাগছে।’ শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে শাকিব খান খুব সহযোগিতা করেছেন। বড় তারকারা বুঝি এমনই হয়। নায়কের বাইরে তাঁকে ভালো মানুষ মনে হয়েছে। অনেক সহযোগিতা করেছেন। তাঁর সঙ্গে প্রথম সিনেমা করছি এমনটা মনেই হয়নি।’ ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের নায়িকা তানজিন তিশা ও ঐশী।