ফুটবলে বসুন্ধরা কিংসের যাত্রা বেশি দিনের নয়। অথচ এরই মধ্যে কয়েকটি ক্ষেত্রে মোহামেডান ও আবাহনীকে পেছনে ফেলেছে তারা। যার অন্যতম এএফসি ক্লাব কাপ ফুটবল। কিংসই দেশের একমাত্র ক্লাব যারা টানা ছয়বার খেলার রেকর্ড গড়তে যাচ্ছে। ২৫ অক্টোবর থেকে কুয়েতে শুরু এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের লড়াই। আগের দিন বাংলাদেশ ফুটবল লিগে ম্যাচ খেলে গতকালই ঢাকা ছেড়েছে তপু বর্মণের নেতৃত্ব দেওয়া দলটি। উদ্বোধনী দিনে ওমানের শক্তিশালী আলসিবের বিপক্ষে ম্যাচ। ২৮ অক্টোবর লেবাননে আল-আনসার এফসি ও ৩১ অক্টোবর মারিও গোমেজের শিষ্যরা স্বাগতিক কুয়েত এফসির বিপক্ষে খেলবে।
ঢাকা ছাড়ার আগে কোচ মারিও গোমেজ বলেন, ‘তিন প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে আমরা সেরাটা দিতে চাই। টুর্নামেন্টে লড়তে কয়েক মাস ধরে ছেলেরা পরিশ্রম করেছে। আস্থা আছে ওরা ভালো করবে।’ অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘প্রতিপক্ষ যতই কঠিন হোক, প্রতি ম্যাচে আমরা জয়ের জন্য খেলব। সব পজিশনে আমাদের দক্ষ খেলোয়াড় রয়েছে। এমন ব্যালেন্সড দল নিয়ে ভালো করা সম্ভব। প্রতিটি দলের খেলোয়াড়দের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যা মাঠে কাজে লাগবে। চ্যালেঞ্জ লিগে নামার আগে কিংসের প্লাস পয়েন্ট হচ্ছে খেলোয়াড়রা মাঠেই ছিল। এ ছাড়া আবার অধিকাংশ খেলোয়াড়ই হামজা, সামিতদের সঙ্গে খেলেছেন। যা বাড়তি অনুপ্রেরণা।