ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায়। এবার কোনো নাটক বা ফটোশুট নয়, এক ‘গিফট’ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। এরপর রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে নিয়মিত অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি।
সম্প্রতি এক নারী উদ্যোক্তার পাঠানো উপহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তানজিন তিশা নিজের ফেসবুক পোস্টে লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”
তার এই মন্তব্য ঘিরে কমেন্ট বক্সে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ইউসুফ আলি নামে এক ব্যবহারকারী লেখেন, “আপু, এদের মতো উদ্যোক্তাদের কাছ থেকে দূরে থাকুন।”
আরেকজন মন্তব্য করেন, “আচ্ছা, এদের পিছে পড়ে আছে কারা? এদের কি আজাইরা কাজ ছাড়া কিছু নেই?”
অন্য কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, “কি হলো আবার?”
তানজিন তিশা অবশ্য নিজের পোস্টে মজার ছলে ‘প্রতারক’ শব্দটি ব্যবহার করলেও, তার বার্তায় প্রতিফলিত হয়েছে বিনা পারিশ্রমিকে কাজ করানোর প্রবণতার প্রতি ক্ষোভ।
বিডি প্রতিদিন/আশিক