বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম রাইজ দ্রুতই এক জনপ্রিয় নাম হয়ে উঠেছে। বাংলালিংকের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ডটি এখন তরুণদের শেখা, সৃজন ও আত্মপ্রকাশের নতুন ক্ষেত্র উন্মোচন করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শক্তিকে কাজে লাগিয়ে রাইজ তরুণদের নানা দক্ষতা বাড়াতে সাহায্য করছে। এখানে ব্যবহারকারীরা কথা বলার অনুশীলন থেকে শুরু করে সিভি তৈরি—সব কিছুই করতে পারছেন এক জায়গায়। অল্প সময়েই রাইজ তরুণদের ডিজিটাল সহযাত্রীতে পরিণত হয়েছে।
রাইজের জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে অন্যতম ‘ভোকালাইজ’, যা দেশের প্রথম এআই স্পিকিং কোচ হিসেবে পরিচিত। এটি ব্যবহারকারীদের উচ্চারণ ও টোন শুদ্ধ করতে সহায়তা করে, ফলে সাক্ষাৎকার বা উপস্থাপনার আগে আত্মবিশ্বাস বাড়ে।
অন্যদিকে, রাইজের সিভি-রাইজার ফিচার ব্যবহারকারীদের কয়েক মিনিটের মধ্যে সিভি তৈরিতে সাহায্য করছে। অ্যাভাটারাইজ ফিচার ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও স্টাইল অনুযায়ী ডিজিটাল অ্যাভাটার তৈরি করে দিচ্ছে। রাইজের এ সকল এআই টুলস একসাথে লক্ষাধিক ব্যবহারকারীকে নিজেদের প্রকাশে এবং অনলাইনে তাদের পেশাদার উপস্থিতি তৈরিতে ভূমিকা রাখছে।
তরুণদের দক্ষতার মানোন্নয়নেও ভূমিকা রাখছে রাইজ। রাইজ সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজের মত টুলসের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজকে যেমন দ্রুত ও সহজ করছে, তেমনি শিক্ষার্থীদের সময় বাঁচিয়ে কাজের মান উন্নত করতে সহায়তা করছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের তরুণেরা শুধু কানেক্টিভিটিই নয়, বরং এমন সুযোগ ও টুলের দাবিদার, যা তাদের বড় স্বপ্ন দেখতে, সাহসের সাথে এগিয়ে যেতে এবং বর্তমানের ডিজিটাল যুগে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “রাইজের মাধ্যমে আমরা প্রযুক্তিগত সেবাদানের বাইরে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তরুণদের শেখা, সৃষ্টি ও আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রকাশে সহায়তা করবে। রাইজ মূলত একটি প্রজন্মকে নতুন উচ্চতায় পোঁছাতে অনুপ্রাণিত করছে। কারণ, আমরা জানি, যখন তরুণরা উঠে দাঁড়ায়, তখন গোটা দেশ এগিয়ে যায়।
রাইজের লক্ষ্য তরুণদের দৈনন্দিন জীবনে এআই প্রযুক্তিনির্ভর ফিচার যুক্ত করার মাধ্যমে তাদের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখা। যে কারণে টেলিকো-নিরপেক্ষ ডিজিটাল অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে রাইজ এবং ব্যবহারকারীরা যেকোন নেটওয়ার্কেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
বিডি প্রতিদিন/সুজন