বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হলো প্রতিষ্ঠানটি। এর ফলে ওয়ালটন আর্জেন্টিনা দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে। এখন থেকে ওয়ালটনের বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্টিনেজদের।
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য এই পার্টনারশিপ কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপ ঘোষণা করে পোস্ট দিয়েছে এএফএ। সেখানে ওয়ালটনের আধুনিক কারখানা ও পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের।
এর আগে এএফএর অফিসিয়াল ওয়েবসাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করা হয়। বর্তমানে ওয়ালটন বিশ্বের ৫০টিরও বেশি দেশে ব্র্যান্ড ব্যবসা পরিচালনা করছে।