আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি দাবির কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন ইস্যুর আন্দোলনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। অন্তর্র্বতী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়। আমাদের একটাই কথা ভোট নিয়ে কোনো আপস নয়। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধীসমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, বেকারত্ব দূর করা হবে। প্রতিটি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তা পাবে।
তিনি বলেন, হাসিনা গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচন হয়েছে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করছি। সেটা হলো ভোটাধিকার। বিগত ১৫ বছর আপনাদের কাছে আসতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। জনগণের সেবা করার সুযোগ দেয়নি তারা। তাই এখন সুযোগ এসেছে। আমরা চাই আপনাদের সেবা করতে।
ডিসিদের হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও হবে। কোনো আমলাতন্ত্রগিরি চলবে না। এ সময় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।