এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মেধার মূল্যায়নে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অকৃতকার্যের হার বাড়লেও মূল্যায়ন হয়েছে প্রকৃত মেধার। এমনই মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা। ফলে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের তালিকায় নেই চট্টগ্রামের নামিদামি কলেজ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের হার কমেছে বিগত চার বছরের তুলনায় সর্বনিম্নে। গতকাল প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শতভাগ পাসের কোনো তালিকা করার নিয়ম নেই। তবে যেসব কলেজের সবাই পাস করেছে তাদের শতভাগ পাস হিসেবে ধরা হয়ে থাকে। ওভার অল বলতে গেলে, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ ভালো করেছে।
এ ছাড়াও যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৫২.৫৭ শতাংশ। গত চার বছরের তুলনায় এ বছর সর্বোচ্চ কমেছে পাসের হার। গত চার বছরের মধ্যে ২০২৪ সালে পাসের হার ছিল ৭০.৩২ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৩৫ শতাংশ, ২০২২ সালে ৮০.৫০ শতাংশ ও ২০২১ সালে ছিল পাসের হার ছিল ৮৯.৩৯ শতাংশ। একইভাবে বিগত চার বছরের তুলনায় এ বছর কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। ২০২৪ সালে ১০ হাজার ২৬৯ জন, ২০২৩ সালে ৬ হাজার ৩৩৯ জন, ২০২২ সালে ১২ হাজার ৬৭০ জন ও ২০২১ সালে ১৩ হাজার ৭২০ জন জিপিএ-৫ পেয়েছিল।
এদিকে শতভাগ পাসের হারে এ বছর জায়গা করে নিতে পারেনি চট্টগ্রামের নামিদামি কলেজগুলো। যেগুলো বিগত সময়ে ছিল শতভাগ ফলাফলের শীর্ষ দশে। এ বছর শতভাগ পাসের তালিকায় রয়েছে আটটি কলেজ। তার মধ্যে নগরীর হালিশহর ক্যামব্রিন স্কুল অ্যান্ড কলেজ, বায়েজিদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, লামার কোয়ান্টম কসমো কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ও আনোয়ারা কাফকো স্কুল অ্যান্ড কলেজ।