প্রায় ৩ কিলোমিটার পিছু ধাওয়া করে নৌবাহিনী ভর্তি সংক্রান্ত প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল খুলনা নগরীর তিনটি আবাসিক হোটেল থেকে চাকরিপ্রার্থী ১৬ জনকে উদ্ধার করা হয়।
এ সময় হোটেল সোসাইটির কক্ষ থেকে বিভিন্ন প্রশ্নপত্র, উত্তর পত্র, ব্যাংক চেক ও টাকা লেনদেনের চুক্তিপত্র উদ্ধার হয়। প্রতারক চক্র কক্ষটিকে নিজেদের অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত।
গ্রেপ্তারকৃত প্রতারকরা হচ্ছে- আশিকুর রহমান (২১) ও মো. বশিরউদ্দিন (৩৮)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায়। প্রতারক চক্র নৌবাহিনীতে নাবিক পদে চাকরি প্রলোভন দিয়ে প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০-১৫ লাখ টাকা হাতিয়ে নিত।
কন্টিনজেন্ট কমান্ডার খুলনা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান জানান, নৌবাহিনীতে ৯ অক্টোবর থেকে ২০২৬ নবীন নাবিক ভর্তির কার্যক্রম চলছে। ভর্তি সংক্রান্ত প্রতারক চক্রটি চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা করছিল। তারা টাকার বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহ ও নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দেয়। এর ভিত্তিতে খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান চালানো হয়।