গাজীপুর-৬ সংসদীয় আসনে বিএনপির অর্ধডজন নেতা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁরা হলেন প্রবীণ রাজনীতিক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। এ ছাড়া গাজীপুরে নতুন এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির তুরস্ক শাখার সভাপতি ড. হাফিজুর রহমান। বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান উদ্দিন সরকার বলেন, ‘এ এলাকার মানুষের জন্য কাজ করতে চাই।’ সালাহ উদ্দিন সরকার বলেন, ‘দলের হাইকমান্ড থেকে সিগন্যাল পেয়েই মাঠে নেমেছি। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ।’
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে মামলার বোঝা নিয়ে মাসের পর মাস কারাগারে কাটিয়েছি। বিষয়টি বিবেচনা করলে দল আমাকে মনোনয়ন দেবে।’ সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, ‘চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদের মনোনয়ন দিলে এ এলাকার মানুষ মুখ ফিরিয়ে নেবে। নতুন প্রজন্ম, শ্রমিক, সাধারণ ভোটার ও দল আমাকে সমর্থন দিয়েছে। তাই নির্বাচনে অংশ নেওয়ার মত দিয়েছি। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলসহ মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করাই হবে আমার প্রথম কাজ।’ ড. হাফিজুর রহমান বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বলেন, ‘শহীদদের ত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করব। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’ গাজীপুর মহানগরের ৩২-৩৯ নম্বর ওয়ার্ড (গাছা থানা ও পূবাইল থানার আংশিক) এবং ৪৩-৫৭ নম্বর ওয়ার্ড (টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা) নিয়ে গঠিত হয়েছে নতুন গাজীপুর-৬ আসন। এ আসনে ভোটা ৫ লাখ ৪০ হাজার ২৫৪ জন।
বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে নতুন এ আসনটি (নম্বর ১৯৮) সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। শিল্পশ্রমিক অধ্যুষিত গাজীপুরের জনসংখ্যার ঘনত্ব ও ভৌগোলিক আয়তন বিবেচনায় স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ এলাকা গাজীপুর-২ (সদর) আসনের অন্তর্ভুক্ত ছিল। গাজীপুর-১ (কালিয়াকৈর), গাজীপুর-২ (সদর) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সঙ্গে সমন্বয় করে ভোটার সংখ্যার আনুপাতিক হারে গাজীপুর-৬ আসনের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়।