রংপুর বিভাগের কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার ১০টি উপজেলায় ধরা পড়ছে ইলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৭ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার কারেন্ট ও চায়ানা দুয়ারি অবৈধ জাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৫৪ কেজি ইলিশও জব্দ করা হয়েছে। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদীর নাব্য ফিরিয়ে আনতে পারলে রংপুর অঞ্চলের নদ-নদীগুলো ইলিশের অভয়াশ্রম হতে পারে।
তবে এজন্য চাই প্রয়োজনীয় পদক্ষেপ। এমনটা মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা।