টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আফগানরা সেই লজ্জার বদলা নিয়েছে হোয়াইটওয়াশের মাধ্যমে। ওয়ানডে সিরিজে তারা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে। মিরাজের নেতৃত্ব দেওয়া দলটি দেশেও ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে বাংলাদেশ যে ব্যাটিং করেছে তাতে ক্রিকেটপ্রেমীরা পাড়ার দলের সঙ্গে তুলনা করেছেন। এ ধকল কাটতে না কাটতেই ওয়ানডে সিরিজে আবার মাঠে নামছেন মেহেদী হাসান মিরাজরা। আগামীকাল তাঁরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবেন। প্রথম ম্যাচের পর ২১ ও ২৩ অক্টোবর বাকি দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গতকাল বিসিবি ওয়ানডে সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএল ব্যাটিংয়ে নৈপুণ্য প্রদর্শন করে সবার নজর কেড়েছিলেন তিনি। অল্প সময়ে জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়েছে ডান হাতি মিডল-অর্ডার এই ব্যাটারের। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয়। এরপর আর কোনো ফরম্যাটে তাঁকে দেখা যায়নি। ২৬ বছর বয়সি এ ব্যাটার ডাক পেলেন প্রথম ওয়ানডেতে।
ওয়ানডে সিরিজে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দলে থাকলেও ভিসা জটিলতায় তাঁর যাওয়া হয়নি।
স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।