আন্তবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ১৮টি স্বর্ণপদক পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪টি স্বর্ণপদক পেয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. মোশারফ হোসেন সেরা অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. সাজেদুর রহমান, এনডিইউ, পিএসসি, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ছাড়াও জেসিও, অন্যান্য পদবির সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনীর ১৫৬ জন অ্যাথলেট ২২ ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়ানৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।