বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল ‘পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। এবারের আসরে উন্মুক্ত পুরুষ ও নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্রতিযোগী। তারা হলেন- কর্পোরাল শাহাদাৎ হোসেন ও চাঁদনী সরকার। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারিনার স্কোয়াশ কোর্টে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় পঞ্চমবারের আসর। এবারের আসরে পৃষ্ঠপোষকতা করে তুরাগ একটিভ ও উর্মি গ্রুপ। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ ছাড়া স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি রাশেদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম ও তুরাগ একটিভের সিইওও আহমেদ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, ‘স্কোয়াশ একটি জনপ্রিয় খেলা। কালের আবর্তনে তা হারিয়ে যাচ্ছে। ব্রিটিশদের সময় থেকে দেশে এ খেলার শুরু। দেশের অনেক জায়গাতেই স্কোয়াশ কোর্ট আছে। কিন্তু তা আজ বিলীন। আমরা ফেডারেশনের মাধ্যমে আবার তা পুনরুজ্জীবিত করব। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে স্কোয়াশের নিজস্ব জায়গায় কোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ‘স্কোয়াশকে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। ফেডারেশনকে আমরা সেভাবেই কাজ করতে বলেছি। পাশাপাশি বাছাইকৃতদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ এ ছাড়া স্কোয়াশকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম বলেন, ‘বসুন্ধরা স্পোর্টস সিটিতে আড়াই বছর আগে করা ছিল স্কোয়াশ কোর্টটি। আমাদের চেয়ারম্যান স্কোয়াশকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছিলেন। স্কোয়াশকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। এমনকি চেয়ারম্যানের পক্ষ থেকে বসুন্ধরা স্পোর্টস সিটির কোর্টটিকে ফেডারেশনের জন্য ডেডিকেটেড করা হয়েছে।’ উন্মুক্ত গ্রুপ ছাড়া যারা চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে : ছেলে অনূর্ধ্ব-১৩- মো. শাহরিয়ার নাফিজ (বিকেএসপি), অনূর্ধ্ব-১৫ মো. মেহেদি হাসান (বিকেএসপি), মেম্বার গ্রুপ-চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালী, মেয়ে অনূর্ধ্ব-১৩- আরিকা সুলতানা (বিএএফ শাহীন স্কুল), অনূর্ধ্ব-১৫- মায়ানুর (কালশী ইসলামিয়া স্কুল)। এ ছাড়া বিশেষ পুরস্কার দেওয়া হয় ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদকে।
শিরোনাম
- নেত্রকোনায় প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
- টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
দেশসেরা সেনাবাহিনীর শাহাদাৎ-চাঁদনী
বসুন্ধরায় পর্দা নামল জাতীয় স্কোয়াশের
আবু নাঈম তরুণ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর