চলতি বছরে ফেনী জেলায় ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফেনী সদর উপজেলার চারজন এবং দাগনভূঞা উপজেলার সাতজন।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, আক্রান্তদের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে দাগনভূঞা উপজেলায়। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৯ জন, দাগনভূঞা উপজেলার ১২ জন এবং পরশুরাম উপজেলার ১ জন রোগী।
জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে যায়, ফলে ডেঙ্গুর সংক্রমণও বৃদ্ধি পায়। আমরা প্রতিটি উপজেলার স্বাস্থ্যকর্মীদের সতর্ক করেছি এবং আক্রান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিকল্প নেই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি উপজেলায় মশা নিধন ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল