নগদ টাকার লেনদেনে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে করার পরামর্শও দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের খবর বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এমন প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জাল নোট তৈরি, বহন ও লেনদেন অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার রোধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছে।
জনগণকে চারটি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো নোট নেওয়ার সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল কালি ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করা, বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা, নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং সন্দেহমূলক নোট পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।