ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সূত্র জানায়, চীনের পর ইরানই বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।
মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, “তেহরানসহ দেশজুড়ে সশস্ত্র ডাকাতির দায়ে দোষী তিনজনের মৃত্যুদণ্ড বুধবার সকালে কার্যকর করা হয়।”
সংস্থাটি আরও জানায়, ২০২৪ সালের এপ্রিলে ১৪টি ডাকাতির ঘটনায় ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র অভিযোগে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হয়। সূত্র: মিজান, আল-আরাবিয়া
বিডি প্রতিদিন/একেএ